Sunday , 28 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মাদারীপুরে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত
--প্রেরিত ছবি

মাদারীপুরে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলায় আজ বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ‘মাটি ও পানি:জীবনের উৎস ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট,মাদারীপুর জেলা  কৃষি বিভাগের আয়োজনে বিশ্ব  মৃত্তিকা দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালি শেষে  জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাদারীপুর উপ-পরিচালক ড.সন্তোষ চন্দ্র চন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসকের পক্ষে ছিলেন উপসচিব,উপপরিচালক স্থানীয় সরকার মো: নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন,জেলা মৃত্তিকা দিবস বাস্তবায়ন কমিটি ও ঊর্ধ্বতন  বৈজ্ঞানিক কর্মকর্তা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয় মাদারীপুরের সদস্য সচিব ইসরাত জাহান।
র‌্যালি ও আলোচনা সভায় কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তাসহ কৃষক ও গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা, মাটি ও পানি স্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

About Syed Enamul Huq

Leave a Reply