Sunday , 5 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মুক্তাগাছায় ঘর নির্মাণে বাঁধা দেওয়ায় বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ

মুক্তাগাছায় ঘর নির্মাণে বাঁধা দেওয়ায় বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: মুক্তাগাছার চারিপাড়া
গ্রামে পৈত্রিক ভিটাতে বসত ঘর নির্মাণ করতে গিয়ে প্রতিপক্ষের
বাঁধা ও হামলার শিকার হয়ে ৩জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। হামলায়
আহতরা হলেন দুলাল উদ্দিন দুলু তার স্ত্রী মোছাঃ বেদেনা ও ছেলে মোঃ
সাজাহান মিয়া। অভিযোগে জানাযায়, উপজেলার ঘোগা ইউনিয়নের
চারিপাড়া গ্রামের মৃত নায়েব আলীর পুত্র মোঃ দুলাল ওরফে দুলু তার পৈত্রিক
সূত্রে পাওয়া চারিপাড়া মৌজার ২২৮ নং খতিয়ানে ২২৯ নং দাগে ১২
শতাংশ জমি বিআরএস রেকর্ড মূলে মালিক। উক্ত জমিতে তার বসতঘর
নির্মাণের জন্য কাঠ খুটি নিয়ে রাখে। গত মঙ্গলবার দুপুরে ঘর
নির্মানের স্থানে তাদের পরশি মুক্তার মন্ডল, মেঘা মন্ডল, মনির হোসেন,
মুকুল মিয়া, আকাশ মিয়াসহ কতিপয় ব্যক্তি বসতঘর নির্মাণের স্থানে
ময়লা আবর্জনা ফেলিতে থাকে। ময়লা আবর্জনা ফেলতে নিষেধ করায়
উল্লেখিত প্রতিপক্ষরা তাদেরকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে।
প্রতিবাদ করায় বিবাদী গংরা দুলালের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর
করে ঘরের বেড়া আসবাবপত্রসহ মালামাল ক্ষতিগ্রস্থ করে দুলাল ও তার
ছেলেকে মারধর করতে থাকে। তাদের আর্তচিৎকারে দুলালের স্ত্রী বেদেনা
এগিয়ে আসলে তাকেও মারধর করে। পরবর্তীতে তাদের চিৎকারে এলাকাবাসী
এগিয়ে আসলে বিবাদী গংরা ঘটনাস্থল ত্যাগ করে। এলাকাবাসী
আহতদের উদ্ধার করে মুক্তাগাছা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
চিকিৎসা শেষে দুলাল বাদী হয়ে উল্লেখিত বিবাদীদের বিরুদ্ধে
মুক্তাগাছা থানায় একটি অভিযোগ দায়ের করে।

About Syed Enamul Huq

Leave a Reply