Saturday , 4 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মোহনগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৮ প্রতিষ্ঠানে ২৮ হাজার টাকা জরিমানা করেন

মোহনগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৮ প্রতিষ্ঠানে ২৮ হাজার টাকা জরিমানা করেন

মোহনগঞ্জ ( নেত্রকোণা)  সংবাদদাতা। নেত্রকোণা জেলার মোহনগঞ্জ বাজারে আজ বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ টি প্রতিষ্ঠানে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেন ও সচেতনতা সেবা সপ্তাহ উপলক্ষে মাস্ক বিতরন করেন।আজ ৫ মে বুধবার কাচারী রোডে বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শিশু খাদ্য মার্কেটে ভেজাল খাদ্য সামগ্রীর জন্য ৫ টি দোকানে, ১ টি ষ্টোরে, ১ মিষ্টি দোকানে ও ১ টি ফার্মেসীতে জরিমানা করা হয়।  ৮ জন দোকান মালিক হলেন (১) লিটন পাল পিতা কালী চয়ন পাল (২) সজিব গৌড় পিতা দুর্গা প্রসাদ গৌড় (৩) সানি রায় পিতা সুবোধ রায় (৪) ফুলচান গৌড় পিতা মধুরাম গৌড় (৫) পাপ্পু গৌড় পিতা ঃ নন্দ লাল গৌড় (৬) পরিমল পাল পিতা দিগেন্দ্র পাল (৭) আলী উসমান, মোহনগঞ্জ মিষ্টান্ন ভান্ডার, (৮) সুজন রায়, নিউ নমিতা মেডিকেল হল। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোণার সহকারি পরিচালক মোঃ শাহ আলম, মোহনগঞ্জের স্যানেটারি ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার। তারা পরে সেবা সপ্তাহ উপলক্ষে অসচেতনার জন্য মাস্ক বিতরন করেন।

About Syed Enamul Huq

Leave a Reply