Monday , 29 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘যাদের জমি আছে তাদের বস্তিতে থাকতে দেওয়া হবে না’-ডিএনসিসি মেয়র
--ফাইল ছবি

‘যাদের জমি আছে তাদের বস্তিতে থাকতে দেওয়া হবে না’-ডিএনসিসি মেয়র

অনলাইন ডেস্ক:

‘বস্তিবাসী আমাদের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে উচ্ছেদ নয়, পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মোতাবেক কাজ করা হচ্ছে। যাদের জমিজমা আছে তাদের বস্তিতে থাকতে দেওয়া হবে না।’

আজ মঙ্গলবার (৮ জুন) সকালে রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে গিয়ে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

মেয়র আতিক বলেন, ‘সাততলা বস্তিতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য নগদ ৫ হাজার করে টাকা, তিন বেলা খাবার, ঢেউটিন এবং প্রায় দুই হাজার টাকার শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কেউই অভুক্ত থাকবে না। তাদেরকে সহায়তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ 

ডিএনসিসি মেয়র বলেন, ‘বস্তিবাসী আমাদের অবিচ্ছেদ্য অংশ, তাই তাদেরকে উচ্ছেদ নয় পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মোতাবেক কাজ করা হচ্ছে।’ তিনি বলেন, ‘এই বস্তিতে সিটি করপোরেশনের ১৪০ জন কর্মচারী থাকেন। আমরা এই বস্তির উন্নয়নে কাজ করব। যাদের জমিজমা আছে তাদের বস্তিতে থাকতে দেওয়া হবে না।’

আতিকুল ইসলাম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস তাদের দক্ষতার পরিচয় দিয়েছে। সিটি করপোরেশনসহ সবাই নিরলসভাবে কাজ করেছেন।’ তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের পরপরই দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। তারা প্রায় এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। প্রতিটি প্যাকেটে প্রায় ১৮০০ টাকার খাবার রয়েছে। এ ছাড়া ব্র্যাক সহায়তা করছে।’

About Syed Enamul Huq

Leave a Reply