Friday , 26 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে টিকা নেওয়া ব্যক্তিদের ১০০ ডলার দেওয়ার নির্দেশ
--File photo

যুক্তরাষ্ট্রে টিকা নেওয়া ব্যক্তিদের ১০০ ডলার দেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে নতুন করে করোনা সংক্রমণ বেড়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রে করোনা টিকা নেওয়া ব্যক্তিদের ১০০ ডলার করে দেওয়ার ব্যাপারে অঙ্গরাজ্যগুলোকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জানা গেছে, করোনার ডেল্টা ধরনে যুক্তরাষ্ট্রে ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে করোনাভাইরাসে টিকা দেওয়ার গতি কমে গেছে। 

এ ধরনের পরিস্থিতিতে টিকা কর্মসূচির অগ্রগতি ঘটাতে এবং জনগণকে টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহী করে তুলতে ১০০ মার্কিন ডলার করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বাইডেন।

জানা গেছে, জো বাইডেন নির্দেশ দিয়েছেন- তার দেশের সরকারি সেবাখাত ও কেন্দ্রীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা যেন করোনা টিকা নেয়। 

তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, কেন্দ্রীয় প্রশাসন ও সরকারি সেবাখাতের কর্মকর্তা-কর্মচারীদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। যারা টিকা নিতে চান না, তারা যেন নিয়মিত করোনা টেস্ট করানো, সামাজিক দূরত্ববিধি, নিয়মিত মাস্ক পরা ও ভ্রমণ বিষয়ক সীমাবদ্ধতা মেনে চলেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল।

About Syed Enamul Huq

Leave a Reply