Sunday , 12 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
যে সাতজন রয়ে গেলেন ঢাকা-১৭’র নির্বাচনে

যে সাতজন রয়ে গেলেন ঢাকা-১৭’র নির্বাচনে

অনলাইন ডেস্ক:

ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে লড়তে চাওয়া সাতজনের মনোনয়নপত্র বৈধ আর আটজনের বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ রবিবার দুপুরে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। তিনি জানান, ঢাকা-১৭ আসনে মোট ১৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। তাদের মধ্যে বাছাইয়ে সাত জনের মনোনয়ন বৈধ আর বাকি আটজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া আটজন হলেন- জাতীয় পার্টির রওশন এরশাদপন্থী মো. মামুনূর রশিদ, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, বিএনএফের মো. মজিবুর রহমান; স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম, মো. তারিকুল ইসলাম ভূঞাঁ, আবু আজম খান, মুসাউর রহমান খান ও শেখ আসাদুজ্জামান জালাল। রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, ‘যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।’

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনে ভোটগ্রহণ হবে ১৭ জুলাই।

About Syed Enamul Huq

Leave a Reply