Tuesday , 19 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রাখাইন রাজ্য রোহিঙ্গাদের ফেরার জন্য অনুকূল নয় : জাতিসংঘ

রাখাইন রাজ্য রোহিঙ্গাদের ফেরার জন্য অনুকূল নয় : জাতিসংঘ

অনলাইন ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি রোহিঙ্গাদের ফেরার জন্য অনুকূল নয় বলে মনে করে জাতিসংঘ। থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দপ্তর গত রবিবার এক বিবৃতিতে এ কথা জানায়।

ইউএনএইচসিআর বলেছে, রোহিঙ্গাদের একটি দলের সঙ্গে সাক্ষাতের জন্য মিয়ানমারের প্রতিনিধিদলের বাংলাদেশে সফর সম্পর্কে ইউএনএইচসিআর অবগত। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি দ্বিপক্ষীয় পাইলট প্রকল্পের আওতায় সফরটি হচ্ছে। তবে এই আলোচনার সঙ্গে জড়িত নয় ইউএনএইচসিআর।

রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য ইউএনএইচসিআর মিয়ানমারের সঙ্গে কাজ করছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে। সংস্থাটি বলেছে, রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায় প্রত্যাবাসনে অংশ নেয় সে জন্য বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে তারা কাজ করা অব্যাহত রাখবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরির প্রচেষ্টাকেও সংস্থাটি সমর্থন করবে।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply