Monday , 13 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

রাজধানীতে আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড়

অনলাইন ডেস্ক:

কিছুক্ষণের মধ্যে ঢাকা ও খুলনা বিভাগের আশেপাশের এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে। এরই মধ্যে ঢাকার আশেপাশের কয়েকটি অঞ্চলসহ দেশের অনেক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, প্রবল বৃষ্টি না হলে দিনের বেলা তাপপ্রবাহ আগের মতোই বইবে। রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। পরিস্থিতি অনুকূল থাকলে রাতে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানেও ঝড়ো হাওয়া ও বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে!

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, কিছুক্ষণের মধ্যেই ঢাকায় বৃষ্টি হবে। দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই এই বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া। অর্থাৎ এটি কালবৈশাখী ঝড় হতে পারে।

এই আবহাওয়াবিদ আরো বলেন, বৃষ্টি হয়ে গেছে রাজশাহী, পাবনা, বগুড়া , গাইবান্ধা, ময়মনসিংহে। কুষ্টিয়াতেও বৃষ্টি হচ্ছে। ঢাকায় তাই বৃষ্টির সম্ভাবনা প্রবল। তাপমাত্রার বিষয়ে তিনি বলেন, এই বৃষ্টিতে তাপমাত্রা খুব একটা কমবে না।

About Syed Enamul Huq

Leave a Reply