Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রূপপুরের সরঞ্জাম নিয়ে রুশ জাহাজ ভিড়ছে ভারতে
ছবি-সংগৃহীত

রূপপুরের সরঞ্জাম নিয়ে রুশ জাহাজ ভিড়ছে ভারতে

অনলাইন ডেস্ক:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সরঞ্জাম বয়ে আনা একটি রুশ জাহাজ মোংলা বন্দরে ভিড়তে না পেরে এখন প্রতিবেশী ভারতের হলদিয়া বন্দরে পণ্য খালাস করতে যাচ্ছে। হলদিয়া থেকে সেই সরঞ্জাম সড়কপথে রূপপুর আনা হবে। ঢাকার সংশ্লিষ্ট সূত্রগুলো এমন ইঙ্গিত দিয়েছে।,

উরসা মেজর নামের রুশ পতাকাবাহী ওই জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে বলে গত মাসে যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশ সরকারকে সতর্ক করে। বাংলাদেশ সরকার জাহাজটিকে ভিড়তে দেয়নি। রাশিয়া দূতাবাস জাহাজটিকে ভেড়ার অনুমতি দিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানায়। এমন প্রেক্ষাপটে ভারতে জাহাজটি ভিড়িয়ে সরঞ্জাম আনার সিদ্ধান্ত হয়। ,

বিবিসি বাংলা গত রাতে এক প্রতিবেদনে বলেছে, রুশ জাহাজ চলাচলের ক্ষেত্রে ভারত মার্কিন নিষেধাজ্ঞাকে উপেক্ষা করছে। তাই ভারতের একটি বন্দর ব্যবহার করে বাংলাদেশ ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালপত্র নিজেদের দেশে নিয়ে আনার ব্যবস্থা করেছে। ,

গ্লোবাল শিপ ট্র্যাকিং ওয়েবসাইট ‘মেরিন ট্র্যাফিকের’ তথ্য অনুযায়ী, রুশ পতাকাবাহী ওই জাহাজ গতকাল বুধবার সকালেও ভারতে সাগরদ্বীপের কাছে বঙ্গোপসাগরের লোয়ার অকল্যান্ড চ্যানেলে অবস্থান করছিল। এর আগে বেশ কয়েক দিন জাহাজটিকে বঙ্গোপসাগরের গভীরে ভাসতে দেখা যায়।

About Syed Enamul Huq

Leave a Reply