Friday , 26 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সুরসম্রাজ্ঞীর বিদায়ে উপমহাদেশের সংগীতাঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হলো : প্রধানমন্ত্রী

সুরসম্রাজ্ঞীর বিদায়ে উপমহাদেশের সংগীতাঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হলো : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

কিংবদন্তি সংগীতশিল্পীর মৃত্যুতে গভীর শোক

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, এই সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে উপমহাদেশের সংগীতাঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। তিনি আরো উল্লেখ করেন, লতা মঙ্গেশকর তাঁর কর্মের মধ্য দিয়ে চিরদিন এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ৯২ বছর বয়সে মারা যান। এর আগে জানুয়ারিতে তিনি করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ছিলেন। এরপর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply