Saturday , 4 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শেষ যুগে মানুষের মৃত্যু কামনা প্রসঙ্গে মহানবী (সা.) যা বলেছেন
--ফাইল ছবি

শেষ যুগে মানুষের মৃত্যু কামনা প্রসঙ্গে মহানবী (সা.) যা বলেছেন

ধর্ম ডেস্কঃ

ফিতনা অর্থ বিপর্যয়, নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা, অন্তর্ঘাত, চক্রান্ত, পরীক্ষা প্রভৃতি। কিয়ামতের আগে সমাজ, রাষ্ট্র ও জনজীবনের সর্বত্র ফিতনা ও বিপর্যয় ছড়িয়ে পড়ার কথা হাদিসে এসেছে। ফিতনা-ফ্যাসাদ সমাজে এমনভাবে ছড়িয়ে পড়বে যে লোকেরা ফিতনার ভয়ে মৃত্যু কামনা করবে। রাসুল (সা.) বলেন, কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না (বিপদাপদের কারণে) এক ব্যক্তি অপর ব্যক্তির কবরের পাশ দিয়ে যাওয়ার সময় মৃত ব্যক্তির স্থানে হওয়া কামনা করবে।

তবে সাধারণভাবে বিপদ-আপদের কারণে মৃত্যু কামনা করা যাবে না। (বুখারি, হাদিস : ৫৬৭১)

দুনিয়ায় মুমিনের জীবনে নানা প্রতিকূলতা তৈরি হবে। আবু মুসা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমার এই উম্মত দয়াপ্রাপ্ত, পরকালে এদের কোনো শাস্তি হবে না, আর ইহকালে তাদের শাস্তি হলো ফিতনা, ভূমিকম্প ও যুদ্ধবিগ্রহ। (আবু দাউদ, হাদিস : ৪২৭৮)

মুমিনের জন্য ফিতনা থেকে মৃত্যু উত্তম।

তবে এই ফিতনার সময় যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে। রাসুল (সা.) বলেন, এর পরেই সবরের সময়।

About Syed Enamul Huq

Leave a Reply