Friday , 3 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠনে বাধ্যবাধকতা নেই’
--ফাইল ছবি

‘সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠনে বাধ্যবাধকতা নেই’

অনলাইন ডেস্ক:

সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠন করার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ সোমবার (০৩ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচনকালীন সরকার কখন গঠন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

নির্বাচনকালীন সরকারে বিএনপির কেউ থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির কেউ তো সংসদে নেই। যদি সংসদে থাকত হয়তো বা সেক্ষেত্রে সুযোগ থাকত।

বিএনপির সঙ্গে সরকার সংলাপ করবে কি না- এ প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংলাপের প্রশ্নই আসে না। আমরা মনে করি বিএনপি দেশে একটি গণ্ডগোল পাকাতে চায়, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাই তাদের দাবি এবং আন্দোলনের উদ্দেশ্য- এ নিয়ে সংলাপ করার কোনো প্রয়োজনীয়তা নেই বলে জানান তিনি।

About Syed Enamul Huq

Leave a Reply