Wednesday , 24 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘সংসদে বঙ্গবন্ধু’ ও ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ বইয়ের মোড়ক উন্মোচন
--সংগৃহীত ছবি

‘সংসদে বঙ্গবন্ধু’ ও ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ বইয়ের মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় সংসদে দেওয়া ভাষনের সংকলন ‘সংসদে বঙ্গবন্ধু’ ও মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনের কার্যক্রম নিয়ে প্রণীত ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ শীর্ষক দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সংসদ ভবনে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক চলাকালে বই দুটির মোড়ক উন্মোচন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭০ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরংকুশ জয়ের পর ক্ষমতা না দেওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে মহান স্বাধীনতা অর্জিত হয়। স্বাধীনতা অর্জনের পরপরই বঙ্গবন্ধু জাতিকে উপহার দেন সংবিধান। এরপর ৭ মার্চ ১৯৭৩ সাধারণ নির্বাচন অনুষ্ঠান- এটা বিশ্বে বিরল।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply