Sunday , 5 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সরাইলে প্রশাসনের উদ্যোগে ‘বিটঘর গণহত্যা দিবস’ পালিত

সরাইলে প্রশাসনের উদ্যোগে ‘বিটঘর গণহত্যা দিবস’ পালিত

সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে বিটঘর গণহত্যা দিবস পালন করা হয়েছে।  আজ শনিবার ( ৩১ অক্টোবর ) সকাল এগারোটায় প্রশাসনে আয়োজনে সরাইল উপজেলার বিটঘর গ্রামে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বিটঘর বধ্যভূমিতে নির্মাণাধীন বিটঘর গণহত্যায় শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ফারজানা প্রিয়াঙ্কা। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্টিত দোয়ায় অংশ গ্রহন করেন পানিশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ জরু মিয়া, ইউপি সদস্য মোঃ ইজ্জত আলি সহ এলাকার বীর মুক্তিযোদ্ধা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ গান উপস্থিত ছিলেন। উল্লেখ্য থাকে যে,ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বাধীনতার  পর দ্বিতীয়বারের মতো বিটঘর গণহত্যা দিবসটি পালন করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply