Monday , 29 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সাধারণ ছুটির ব্যাপারে কোনো চিন্তা-ভাবনা নেই : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
--সংগৃহীত ছবি

সাধারণ ছুটির ব্যাপারে কোনো চিন্তা-ভাবনা নেই : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ১৮টি নির্দেশনা জারি করলেও সাধারণ ছুটি দেওয়ার কোনো চিন্তা-ভাবনা আপাতত নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, আমাদের এ রকমের কোনো সিদ্ধান্ত নেই। সাধারণ ছুটি দেওয়ার ব্যাপারে এ পর্যন্ত কোনো আলোচনা হয়নি।

আজ সোমবার সচিবালয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা কাজ করেছি, সাংবাদিকরা মাঠে ছিলেন, অনেকে আক্রান্ত হয়েছেন। অনেকে সতর্ক থাকায় এখন পর্যন্ত ভালো আছেন। সেক্ষেত্রে আমাদের কার্যক্রম চলতে থাকবে। এখন পর্যন্ত সাধারণ ছুটি বা ওই ধরনের চিন্তা-ভাবনা নেই। তবে আমরা সতর্ক হলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারব।

গত বছরের মার্চ মাসের শুরুতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম ধরা পড়ে। পরিস্থিতি ক্রম অবনতির দিকে যেতে থাকলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী টানা ৬৬ দিনের ছুটি ৩০ মে শেষ হয়।

About Syed Enamul Huq

Leave a Reply