Thursday , 2 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সিরাজগঞ্জে সানলাইফ ইনসিওরেন্স লিমিটেড গণমুখী বীমা প্রকল্পে গ্রাহকের ২০ কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জে সানলাইফ ইনসিওরেন্স লিমিটেড গণমুখী বীমা প্রকল্পে গ্রাহকের ২০ কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড কর্তৃক গণমুখী বীমা প্রকল্পের আওতায় গ্রাহকের ২০ কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীরা। গতকাল সোমবার সকালে শহরের চৌরাস্তা মোড় প্রেসক্লাব চত্বওে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
এতে জেলার বিভিন্ন স্থানের ১০ হাজার গ্রাহক দাবি করে বলেন,সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ কর্তৃত গণমুখী বীমার আওতায় তারা ২০০৬/২০০৭ সাল থেকে ১০-১২ বৎসর মেয়াদী ১০০ তেকে-৫০০ টাকার বীমা পলিসি চালু করেন। কিন্তু বীমার মেয়াদ পুর্ণ হওয়ার কয়েক বছর অতিবাহিত হলেও কর্তৃপক্ষ তাদের লভ্যাংশ দুরের কথা, আসল জমানো টাকাও ফেরত দিচ্ছেনা। টাকা পরিশোধের কথা গ্রাহক বললেই দেই, দিচ্ছি বলে কালক্ষেণ করছে দীর্ঘ কয়েক বছর। ঢাকা-রাজশাহী অফিসে ঘুরেও এসকল গ্রাহক তাদের জমানো টাকা ফেরত না পেয়ে অনেকেই এখন মানবেতর জীবন অতিবাহিত করছে। ইতোমধ্যে অনেক গ্রাহক মৃত্যু বরণ করলেও জেলার বিভিন্ন উপজেলায় এই বীমা কোম্পানীর ব্রাঞ্চ ম্যানেজারগণও বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে। এতে প্রায় ২০ কোটি টাকা হানারোর শংকাতে চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে জেলার ১০ হাজার গ্রাহক। বর্তমানে এসব গরীব অসহায় গ্রাহকগণ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনাসহ দ্রুত তাদের জমানো টাকা ফেরত পেতে সরকারে সু-দৃষ্টি কামনা করছেন।
মানববন্ধন কর্মসুচিতে জেলা বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ গ্রাহক অংশ নেয়। এতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর শাখার ব্রাঞ্চ ম্যানেজার ফরিদা ইয়াসমিন,মোঃ মাসুদ রানা,আয়শা সিদ্দীকা,মাহমুদা,মাসুদ করিম,শহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধ শেষে ভুক্তভোগি গ্রাহকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করে।

About Syed Enamul Huq

Leave a Reply