Friday , 3 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সিরাজদিখানে চতুর্থ দিনের মতো চলছে টিকাদান কর্মসূচি

সিরাজদিখানে চতুর্থ দিনের মতো চলছে টিকাদান কর্মসূচি

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
গত রোববার থেকে সারা দেশে উৎসবমুখর পরিবেশে করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচি শুরু হয়। মুন্সিগঞ্জের সিরাজদিখানে চতুর্থ দিনের মতো চলছে টিকাদান কর্মসূচি। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল ১০ ফেব্রুয়ারি বুধবার চতুর্থ দিনেও টিকা নিয়েছেন ২৫৯ জন।
সরেজমিনে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়। মানুষ টিকা নিতে সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। অনেককে টিকা নেয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। টিকাদান কর্মসূচি সফল করতে ব্যস্ত সময় পার করছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারি। দিন যতই এগিয়ে যাচ্ছে টিকা নেওয়ার আগ্রহীদের সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে। সারা দেশের নেয় এই উপজেলায় প্রথম দিন রোববার ৪০জন , দ্বিতীয় দিন সোমবার ৪০জন, তৃতীয় দিন মঙ্গলবার ১৫০জন এবং চতুর্থ দিন বুধবার ২৫৯জন সর্বোমোট ৪৮৯জন পুরুষ – মহিলাকে টিকা প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আঞ্জুমান আরা বলেন, আমার উপজেলার জনগণ যাতে টিকার ওপর আস্থা রাখতে পারে সেজন্য প্রথম দিন থেকেই এই উপজেলার গুরুত্বপূর্ণ ব্যক্তি এছাড়া ডাক্তার-নার্স, শিক্ষক, পুলিশ, সাংবাদিকসহ সম্মুখসারির কর্মী এবং ৪০ বছরের বেশি বয়সের নাগরিকদের এই টিকা দেয়া । এখন পর্যন্ত উপজেলায় কোনো টিকা গ্রহীতার মাঝে পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত টিকা দেয়া সবাই সুস্থ আছেন।

About Syed Enamul Huq

Leave a Reply