Saturday , 20 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমা পেলেন আ. লীগের বিদ্রোহীরা

স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমা পেলেন আ. লীগের বিদ্রোহীরা

অনলাইন ডেস্ক:

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা পেয়েছেন বিভিন্ন সময় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করা শতাধিক নেতাও। আগামী জাতীয় নির্বাচনে দলকে ঐক্যবদ্ধ রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি।

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আগামী ২৪ ডিসেম্বর দলের ২২তম জাতীয় সম্মেলন সামনে রেখে জাতীয় কমিটির সভায় বসে আওয়ামী লীগ। এ সভায় সম্মেলন আয়োজনের সার্বিক বিষয়ে নানা সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে গণভবনের প্রধান ফটকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আওয়ামী লীগের সূত্রগুলো জানায়, সভায় সারা দেশে প্রায় ১৭০ জন বিদ্রোহী উপজেলা চেয়ারম্যানের বিষয়ে আলোচনা হয়। একাধিক নেতা বলেন, বিদ্রোহীরা সবাই আওয়ামী লীগের সক্রিয় নেতা। অনেকে বহু বছর ধরে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে কাজ করছেন। আগামী জাতীয় নির্বাচনে তাঁদের দলের বাইরে রেখে নৌকার প্রার্থীকে জয়ী করা কঠিন হবে। ফলে দলকে ঐক্যবদ্ধ রাখতে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত একটি সূত্র জানায়, শতাধিক নেতা এরই মধ্যে ক্ষমা চেয়ে আবেদন করেছেন। মূলত তাঁদের বিষয়েই প্রথমে আলোচনা ও ক্ষমার সিদ্ধান্ত হয়।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply