Monday , 29 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
হবিগঞ্জের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
--প্রেরিত ছবি

হবিগঞ্জের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

হবিগঞ্জ প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন। এর মধ্যে হবিগঞ্জের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন রয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের উদ্বোধন করেন তিনি। হবিগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এসব প্রকল্প বাস্তবায়ন হয়।
উদ্বোধন হওয়া প্রকল্পের মধ্যে আছে, নবীগঞ্জের ঘোলডুবা এমসি উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন, আউশকান্দি রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন, বনকাদিপুর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন, দিনারপুর কলেজের একতলা একাডেমিক ভবন, বনকাদিপুর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ১ তলা একাডেমিক ভবন, রাজরানি শুভাষিনী উচ্চ বিদ্যালয়ের ১ তলা একাডেমিক ভবন, দিনারপুর ফুলতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবন, বাহুবলের আদর্শ বিদ্যানিকেতন ভুলকোর্টের ৪ তলা একাডেমিক ভবন, শাহজালাল (রঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবন, বানিয়াচংয়ের লোকনাথ রমন বিহারি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ তলা একাডেমিক ভবন, হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের কাজ, চুনারুঘাট সরকারি কলেজের ৬ তলা একাডেমিক ভবন, হাজী আলিম উল্লা আলিম মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবন। একই দিন বিকেলে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি নবীগঞ্জের নাদামপুর উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সদরের ফতেহপুর উচ্চ বিদ্যালয়, বানিয়াচংয়ের ডা. ইলিয়াছ একাডেমি ও মাধবপুরের আন্দিউড়া উম্মেতুনেছা উচ্চ বিদ্যালয়ের উর্ধ্বমুখি সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। যেগুলো সমাপ্তিতে ব্যয় হয় প্রায় ৫০ কোটি টাকা।
এ বিষয়ে হবিগঞ্জ শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম খাঁন জানান, সরকারের উন্নয়নের ধারা ও জাতিকে সুশিক্ষায় শিক্ষিত হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সারা বাংলাদেশের ন্যায় হবিগঞ্জের বিভিন্ন স্থানে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে সরকার।

About Syed Enamul Huq

Leave a Reply