কুষ্টিয়া প্রতিনিধি: তামাক নয়, বর্তমানে গমও ভুট্টা চাষে ঝুঁকছেন কুষ্টিয়া জেলার দৌলতপুরের কৃষকেরা। কয়েক বছর আগে এ অঞ্চলের যেসব জমিতে তামাক চাষ হতো, সেখানে এখন লাভজনক ফসল হিসেবে গম ও ভুট্টার চাষ হচ্ছে। মিলছে কাঙ্ক্ষিত ফলনও। এতে গমও ভুট্টা চাষের পরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাগ্য ফিরেছে এ উপজেলার শত শত কৃষকের। মাজদিয়ার, তেলিগাংদিয়া,ঝাউদিয়া,সংশ্লিষ্টরা জানান, উপজেলার তারাগুনিয়া, আমদহ, কামালপুর, সোনাইকুন্ডি,রিফায়েতপুর, চিলমারি ... Read More »
