খেলা ডেস্ক: অ্যারিয়েল কোলম্যান সেই ২০০৫ সাল থেকে বাংলাদেশে। প্রথম এসেছিলেন জাতীয় দলের সাবেক কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির সহকারী হিসেবে। বাংলাদেশে আর্জেন্টিনা ভক্তদের উন্মাদনা তাই তাঁর কাছে নতুন নয়। তবু এবার যেন উন্মাদনা অতীত ছাপিয়ে গেছে। কোলম্যানের এমনটাই মনে হচ্ছে, ‘এবার মাতামাতিটা একটু বেশিই হচ্ছে। অনুমান করতে পারি মেসিই এর কারণ। ’ এবার উন্মাদনায় বাড়তি যা যোগ হয়েছে তা হলো বাংলাদেশের ... Read More »
