Tuesday , 10 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে যা জানা গেল
--সংগৃহীত ছবি

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে যা জানা গেল

অনলাইন ডেস্কঃ

শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। শনিবার রাতে ওই হামলা চালানো হয়। এই প্রথম তেহরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালাল। এ হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার যে শঙ্কা এত দিন করা হচ্ছিল তা হয়তো বাস্তবে রূপ নেবে।

♦ ইসরায়েল বলেছে, ইরান প্রায় ৩০০টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কিছু ক্ষেপণাস্ত্র ইরাক ও ইয়েমেন থেকেও এসেছে।
♦ ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই ৯৯ শতাংশ ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

♦ এই প্রথম তেহরান সরাসরি ইসরায়েলে আক্রমণ করেছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইসরায়েল যদি এর জবাব দেয়, তবে ইরান আরো তীব্রভাবে আক্রমণ চালাবে।

সূত্র : বিবিসি

About Syed Enamul Huq

Leave a Reply