Friday , 26 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

কলাপাড়ায় তিনটি ঔষধের দোকান সিলগালা ছয়টিতে অর্থদণ্ড

কলাপাড়া প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকার ঔষধের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে  রবিবার সকালে হঠাৎ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা, নিবন্ধন না থাকা সহ বিভিন্ন অপরাধে ফাতেমা মেডিকেল হলকে ২০০০০, তুবা মেডিকেল ৫০০০, রাবেয়া ফার্মেসি ১০০০০, মল্লিকা মেডিকেল ৫০০০, মূর্ধা ফার্মেসি কে ৫০০০, বুশরা মেডিকেল হলকে দুই হাজার টাকা করে অর্থদণ্ড করে সর্বমোট ৪৭০০০ হাজার টাকা জরিমানা করা হয়।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার খবর পেয়ে দোকানে তালা ঝুলিয়ে শটকে পরার অপরাধে সদর রোডের  হাজেরা মেডিকেল হল, মুক্তা মেডিকেল হল ও ফারুক মেডিকেল হল নামের এই তিনটি দোকানকে সিলগালা করে দেয়া হয়। এসময় বেশ কয়েকটি  ফার্মেসি কে মৌখিক ভাবে সতর্ক করা হয়।  একটি মুদি দোকানিকে দোকানে না পাওয়ায় খোঁজাখুঁজি করে পার্শ্ববর্তী মানুষের মাধ্যমে ওই দোকানেকি সতর্ক করা হয় করা হয়। ঔষধপ্রশাসন অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ আকিব হোসেন নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন কলাপাড়া  উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো: শহিদুল হক।

About Syed Enamul Huq

Leave a Reply