Friday , 31 March 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
খুলনায় ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন পুলিশের বাধায় পন্ড

খুলনায় ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন পুলিশের বাধায় পন্ড

খুলনা জেলা প্রতিনিধি
খুলনা মহানগরীর বাবরি চত্বরে শিববাড়ী মোড়ে জাতীয় মুফাসসির পরিষদের উদ্যোগে ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে মানববন্ধন করতে গেলে অনুমতি না থাকায় পুলিশের বাধায় পন্ড হয়ে যায়। সোমবার ২৬শে অক্টোবর বেলা পৌনে বারোটায় পরিষদের নেতৃবৃন্দ মানববন্ধনে দাঁড়ালে কিছুক্ষণ পর পুলিশ এসে বাধা দেয়।এ সময় মানববন্ধনের জন্য অনুমতি না থাকায় পুলিশ তাদেরকে উঠে যাওয়ার জন্য অনুরোধ করেন পরে তারা ব্যানার গুছিয়ে চলে যান।পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচিতে মুফাসসির পরিষদের খুলনা মহানগরীর সভাপতি অধ্যক্ষ মাওলানা নাজমুস সাউদের  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি আলেমেদ্বীন মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বেলালী। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সভাপতি অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান ও বিভাগয় সেক্রেটারী মাওলানা গুলজার হোসেন।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ,মাওলানা মোঃ মিজানুর রহমান জিহাদী, মোল্লা হুসাইন বিন আমজাদ, মাওলানা গাজী আজিজুল ইসলাম ,হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন ইউসুফী ,মাওলানা মুহাম্মদ এনায়েতুল্লাহ শেখ ,মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ মাওলানা মহসিন উদ্দিন, মাওলানা খাইরুল ইসলাম নোমানী ,হাফেজ মাওলানা ফিরোজ হোসাইন, মাওলানা আনিসুজ্জামান ,মাওলানা নূর সাইদ জালালী ,অধ্যাপক মাওলানা জাফর সাদিক ,মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ।এর আগে সকাল ১০টায় খুলনা তালিমুল মিল্লাত রহমাতিয়া ফাজিল মাদ্রাসায় পবিত্র সিরাতুন্নবী সঃ ১৪৪২ হিজরী উদযাপন উপলক্ষে নারীর অধিকার ও সম্মান প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাম এর ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

About Syed Enamul Huq

Leave a Reply