Friday , 26 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

চকরিয়ায় পীরে তরিকত হাফেজ আবদুল হাই (রহ:)’র ২দিন ব্যাপী ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন

আবদুল মজিদ,চকরিয়া (কক্সবাজার):
দক্ষিণ চট্টগ্রাম তথা বাংলাদেশের আধ্যাত্বিক ও খ্যাতিমান পীর কক্সবাজারের চকরিয়া উপজেলার (খুটাখালীর পীর) রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রহঃ) হুজুরের দু’দিন ব্যাপি ইছালে ছাওয়াব মাহফিল ও খুটাখালী দারুল হুফ্ফাজ এতিমখানা, নুরানী মাদরাসা ও মসজিদে বায়তুল মা’মুর এর ৪৮তম বার্ষিক সভা ২৪ জানুয়ারী পবিত্র ফজরের নামাজের পর আখেরী মোনাজাতের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। ২২ জানুয়ারী পবিত্র জুমার নামাজের পর থেকে শুরু হয়ে ২৩ জানুয়ারী সারারাত মাহফিল ও গভীর রাতে জিকিরের পর সকালেই শেষ হয় বিশাল এ আয়োজন। মাহফিলে কক্সবাজারসহ বাংলাদেশের প্রতিটি জেলার অন্তত ৫০ হাজারের অধিক মানুষ (ভক্তকুল-মুরিদান) এর অংশ গ্রহণ ও ত্বাবারুক (খাবার) গ্রহণ করেন।
হযরত শাহ মাওলানা হাফেজ আবদুল হাই রাহঃ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় মরহুম খুটাখালীর পীর ছাহেব কেবলা (রহঃ) প্রবর্তিত এই মাহফিলে আখেরী মোনাজাত পরিচালনা করেন শাহ আবদুল হাই রহঃ ফাউন্ডেশন চেয়ারম্যান বড় শাহজাদা আলহাজ্ব মাওলানা এসএস আনোয়ার হোছাইন। মাহফিলে দেশ বরণ্য ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবীদ ও পীরমশায়েখগন বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন। বক্তারা বলেন, হাফেজ আবদুল হাই (রহ:) ছিলেন এতদ্বাঞ্চলের ইসলামের সঠিক পথপ্রদর্শক। তিনি মানুষদেরকে শিরক, গুমরাহ থেকে সরিয়ে এনে আলোর পথ দেখিয়েছেন। যার কারণে দেশের লক্ষ লক্ষ মানুষ মহান আল্লাহ তায়ালার নৈকট্য অর্জনের পথ বেঁচে নিয়েছেন। তাই পরকালীন কল্যাণে কোরআন সুন্নাহ অনুযায়ী পীর আউলিয়াদের দেখানো পথ আমাদের অনুসরণ করে চলতে হবে।
উল্লেখ্যযে, সকলকে কাঁদিয়ে মাহবুুবের ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ ভক্ত অনুরক্তকে সুখ সাগরে ভাসিয়ে এতিম, অসহায়, দুস্থ মানবতার সেবক ও আধ্যাত্মিক সাধক খুটাখালীর পরম শ্রদ্ধেয় পীর মুর্শিদে বরহক আলহাজ্ব হাফেজ আবদুল হাই ৮৫ বছর বয়সে বিগত ২২ জানুয়ারী ২০১৮ ইং ইন্তেকাল করেন।

About Syed Enamul Huq

Leave a Reply