Thursday , 19 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
টেকনাফে রোহিঙ্গা ডাকাতের প্রধান খায়রুল আমিন অস্ত্রসহ আটক     

টেকনাফে রোহিঙ্গা ডাকাতের প্রধান খায়রুল আমিন অস্ত্রসহ আটক     

কক্সবাজার প্রতিনিধি:
 কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে র‌্যাব-১৫ অভিযান চালিয়ে রোহিঙ্গা ডাকাত গ্রুপের প্রধান খাইরুল আমিন (৩৫) ডাকাতকে আটক করেছে। সে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের মৃত মোস্তাফিজের ছেলে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬টি অস্ত্র ও ৬টি তাজা গুলি। শনিবার রাতে টেকনাফ সদরের কেরুনতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
র‌্যাব আরো জানান, ধৃত আসামির স্বীকারোক্তি মতে গহীন পাহাড়ের পাদদেশে অভিযানে গেলে র‌্যাবের উপস্থিত টের পেয়ে একটি বস্তা ফেলে ডাকাত দল পালিয়ে যায়। পরে উক্ত বস্তাটি তল্লাশি করে তিনটি দেশীয় বন্দুক, দুইটি থ্রী-কোয়াটার গান ও ৬ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।
আটককৃত আসামি, জব্দকৃত অস্ত্র ও গুলি সহ আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply