Wednesday , 11 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বিদ্যুৎ সাশ্রয়ে বৃহস্পতিবার বন্ধ ক্যাম্পাস, খোলা চান শিক্ষার্থীরা
--ফাইল ছবি

বিদ্যুৎ সাশ্রয়ে বৃহস্পতিবার বন্ধ ক্যাম্পাস, খোলা চান শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক:

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় প্রায় ছয় মাস ধরে প্রতি বৃহস্পতিবার বন্ধ রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। এতে সাপ্তাহে তিন দিন বন্ধ থাকে ক্যাম্পাসটি। ফলে নানা ধরনের সমস্যা ও জটিলতায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। ,

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ক্যাম্পাস বন্ধ থাকায় মেডিক্যাল, বাস, লাইব্রেরি, সেমিনার সুবিধাসহ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। তাই আগের মতোই প্রতি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় খোলা রাখার দাবি জানিয়ে প্রশাসনকে অনুরোধ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করছেন সাধারণ শিক্ষার্থীরা। ,

ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে এক শিক্ষার্থী বলেন, প্রয়োজনে চলেন আন্দোলনে নামি। বৃহস্পতিবার ক্যাম্পাস খোলা রাখাটা এখন সময়ের দাবি। আমরা জটের কবলে পড়ে কতটা শোচনীয় অবস্থা এবং দুশ্চিন্তায় আছি তা শুধু আমরাই জানি। বিশেষ করে সায়েন্স ফ্যাকালিটির অবস্থা খুবই খারাপ।,

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দেবাশীষ রায় নামে এক শিক্ষার্থী বলেন, লাইব্রেরি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি জায়গা, যা সার্বক্ষণিক খোলা রাখা উচিত। কিন্তু আমাদের লাইব্রেরি খুবই কম সময় খোলা থাকে। আগে দুই দিন বন্ধ থাকত, এখন তিন দিন বন্ধ থাকায় আমরা লাইব্রেরিতে পড়তে পারছি না। এতে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। অসুস্থ হলে বাইরে ওষুধ কিনতে হচ্ছে এবং বাস চালু না থাকায় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। তাই সব বিষয় বিবেচনা করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি।

উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪১তম জরুরি সভায় প্রতি বৃহস্পতিবার ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply