Saturday , 8 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মেট্রো রেলে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো রাজত্ব
--সংগৃহীত ছবি

মেট্রো রেলে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো রাজত্ব

অনলাইন ডেস্ক:

দেশের ইতিহাসে প্রথম মেট্রো রেলে আজ জন্ম নিয়েছে এক ফুটফুটে শিশু। মায়ের কোলজুড়ে আসা এই সন্তানের বাবা তার নাম রেখেছেন রাজত্ব। বাবা সুকান্ত সাহা পুলিশে চাকরি করেন। বর্তমানে মহানগরীর দক্ষিণখান থানায় কর্মরত রয়েছেন। সুকান্তের প্রথম সন্তানের নাম রাজবীর। সেখান থেকেই দ্বিতীয় সন্তানের নাম আগেই ঠিক করে রেখেছিলেন রাজত্ব।

উত্তরার লনভোগের বাসিন্দা সুকান্ত সাহা সন্ধ্যায় বলেন, রাজত্বের মা এখন সুস্থ আছে। তবে ছেলেকে এনআইসিইউতে (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে। আগামী ১০ ঘণ্টা ডাক্তারের অভজারভেশনে থাকবে।

সুকান্ত সাহা বলেন, ‘আমার স্ত্রী সন্তানসম্ভাবনা হওয়ায় নিয়মিতই ডাক্তারের কাছে চেকআপ করাতে হতো। আজ হাসপাতালে ভর্তি করানোর জন্য বাসা থেকে নিয়ে যাচ্ছিলাম। পরে মেট্রো রেলেই প্রসব বেদনা ওঠে।’

২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরের দিন থেকে চালু হয় মেট্রো রেলের যাত্রী চলাচল। তখন থেকেই শুধু আগারগাঁও ও উত্তরার দিয়াবাড়ী স্টেশনের মাঝে চলাচল করছে। মাঝের কোনো স্টেশনে থামছে না।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply