Monday , 20 March 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

সরিষাবাড়িতে প্লাস্টিক ব্যাগে নবজাতক শিশু উদ্ধার

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ধান ক্ষেতে ফেলে রেখে যাওয়া নবজাতক এক শিশু উদ্ধার করেছে এলাকাবাসী।
আজ সোমবার চারটার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর গ্রামের আব্দুল বারেকের ধান ক্ষেতের ড্রেন থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
 কৃষক আব্দুল বারেক জানান,নিজ জমিতে পানি সেচ দিতে গিয়ে ধান ক্ষেতের ড্রেনে একটি প্লাষ্টিক ব্যাগ দেখতে পান। পরে ব্যাগটির কাছে গিয়ে ব্যাগের ভিতর নবজাতক শিশু দেখতে পেয়ে পাশের বাড়ীর লোকজনকে খবর দেয়।খবর পেয়ে লোকজন ব্যাগটি সাবদুল ডাক্তারের বাগানে নিয়ে খোলে একটি পুর্নাঙ্গ নবজাতক ছেলে শিশু দেখতে পায়।এ ঘটনায় এলাকায়  আলোড়ন সৃষ্টি হয়েছে।শত শত নারী-পুরুষ উৎসুক জনতা ঘটনা স্থলে ভীড় জমায়।স্থানীয় লোকজন নবজাতক শিশুটিকে দ্রুত দাফন কাফন শেষে সাবদুল ডাক্তারের বাগানে সোমবার সন্ধ্যায় কবরস্থ করে।
সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করীম জানান, এ বিষয়টি জানার পর খোঁজখবর নেওয়ার জন্য থানার এ এস আই মোস্তফাকে পাঠানো হয়েছে।আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করবো।

About Syed Enamul Huq

Leave a Reply