Tuesday , 15 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জ জেলা পর্যায়ের কর্মকর্তা – জনপ্রতিনিধিদের সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
--প্রেরিত ছবি

সুনামগঞ্জ জেলা পর্যায়ের কর্মকর্তা – জনপ্রতিনিধিদের সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ০৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল ১০:০০ টায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ এহসান শাহ্, ২৮ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মো: মাহবুবুর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্‌ত, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই সময় সিনিয়র সচিব কে এম আলী আজম দুর্যোগ পরবর্তী পুনর্বাসন এবং সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং জেলা পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

About Syed Enamul Huq

Leave a Reply