Sunday , 28 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
--প্রেরিত ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি:

শুক্রবার (১লা জানুয়ারী/২০২১) উপজেলার বাবুছড়া মুখ উচ্চ বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী উদ্ধোধন করেন, দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর সামিন সিকদার রাতুল| 

শুক্রবার সকালে উপজেলার বাবুছড়া মুখ উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন দূর্গম এলাকা থেকে আগত লোকজন শীতবস্ত্র নেয়ার জন্যে সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধ হয়েছেন| পরে তাদের পর্যায়ক্রমে একটি একটি করে শীতবস্ত্র হিসেবে কম্বল হাতে তুলে দেয়া হচ্ছে| 

কম্বল হাতে পেয়ে সহদেব কার্বারী পাড়া গ্রামের বাঙ্গদী চাকমা, বাসন্তী চাকমা জানান, শীতে খুব কষ্ট পেয়েছি| কম্বল পেয়ে খুব ভালো লাগছে।  এসময় দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর সামিন সিকদার রাতুল জানান, জোনের নিজস্ব অর্থায়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এসময় তিনি আরো জানান, দূর্গম এলাকার লোকজন শীতে খুব কষ্ট পায়। তাদের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরে ভালো লাগছে। 

একই সাথে মেরুং ইউনিয়ন এর আওতায় বেতছড়ি আর্মি ক্যাম্প, চংড়াছড়ি আর্মি ক্যাম্প,  বোয়ালখালী ইউনিয়ন এর আওতায়-আলমগীর টিলা আর্মি ক্যাম্প, কবাখালী ইউনিয়নের আওতায়-দীঘিনালা জোন সদর, দীঘিনালা ইউনিয়ন এর আওতায়-বড়াদম আর্মি ক্যাম্প। এবং বাবুছড়া ইউনিয়ন এর আওতায়-বাবুছড়া আর্মি ক্যাম্পের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করা হয়। এ সময় ৮শত কম্বল এবং ১ হাজার ২শত শীতবস্ত্র বিতরণ করা হয় | 

About Syed Enamul Huq

Leave a Reply