Monday , 29 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ সদরের রোজ ভ্যালি স্কুলে আধুনিক মানের শিক্ষা প্রদান করা হয়
--প্রেরিত ছবি

ঝিনাইদহ সদরের রোজ ভ্যালি স্কুলে আধুনিক মানের শিক্ষা প্রদান করা হয়

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের সদরের  মধ্যে একটি স্বনামধন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান  হিসেবে গোয়ালপাড়া বাজার সংলগ্ন রোজ ভ্যালি  স্কুল।  এই স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে শিক্ষার মান বজায় রাখার ক্ষেত্রে অকল্পনীয় ভূমিকা পালন করছে  । রোজ ভ্যালি স্কুল ঝিনাইদহের  সদরের নিকটবর্তী গোয়ালপাড়া বাজারে অবস্থিত। শহরের  মতো করে এখানে আধুনিক মানের শিক্ষা প্রদান করা হয়।এখন এটি একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে জেলা জুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এই প্রতিষ্ঠানের  পরিচালক মহোদয় বি,এম জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান,  আমি এই শিক্ষা প্রতিষ্ঠানটি ২০১৫ সালে প্রতিষ্ঠা করি। এখন মোট ছাত্র-ছাত্রী আছে  ২০০ জন। এখানে প্লে  থেকে ৮ম শ্রেণী পর্যন্ত পাঠদান  করানো হয়। এখানে  অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আছেন ১৩ জন। তাদের মাধ্যমে  নিবিড় পর্যবেক্ষনে  বাচ্চাদের শিক্ষা দেয়া হয়  মাল্টিমিডিয়া ক্লাসের  মাধ্যমে  হাতে কলমে  শিক্ষা প্রদান করা হয়। প্রতিবছর এই  স্কুল থেকে বাচ্চারা বৃত্তি পেয়ে থাকেন। আমি এখানে আধুনিকায়নের জন্য খেলার মাঠ, বাচ্চাদের খেলার সরঞ্জাম, অভিভাবকদের বসার স্থান, বিশুদ্ধ পানির ব্যবস্থা,সকল প্রকার সুযোগ সুবিধা আমার এই প্রতিষ্ঠানে আমি দিয়ে থাকি । গরিব এতিম ও মেধাবীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করে থাকি।   এখানে প্রায় ১২ টি  গ্রামের ছেলে মেয়েরা লেখাপড়া করতে আসে,আমি তাদের আমার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে শিক্ষা প্রদান করে থাকি । কারণ  শিক্ষাই  জাতির মেরুদন্ড, যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত, নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। আজকের এই কোমলমতি শিশুরাই আগামী দিনের জাতির কর্ণধার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ ২০৪১ সালের যে ডিজিটাল আধুনিক বাংলাদেশ সেই স্বপ্নের বিকল্প সারথি আজকের এই কোমলমতি শিশুরাই।গোয়ালপাড়া বাজার রোজ ভ্যালি,  স্কুলে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে অনেক মেধাবী শিক্ষার্থী অনেক ভালো ফলাফল করে, ভালো উন্নতমানের শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে শিক্ষার কোন বিকল্প নেই, জ্ঞানই শক্তি।  শিক্ষা যে একটি মানুষের চালিকা শক্তি, এবং শিক্ষা দিয়ে গড়ব আমরা সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোজ ভ্যালি  স্কুলের জন্য সকলের নিকট  দোয়া এবং ভালোবাসা চেয়েছেন।

About Syed Enamul Huq

Leave a Reply