Monday , 29 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঢাকা মহানগরের ১৫ আসনের প্রার্থীরা যেসব প্রতীক পেলেন
--প্রেরিত ছবি

ঢাকা মহানগরের ১৫ আসনের প্রার্থীরা যেসব প্রতীক পেলেন

অনলাইন ডেস্ক:

সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে। ঢাকায় সকাল সাড়ে ৯টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম ঢাকা-৪ আসন দিয়ে প্রতীক বরাদ্দ শুরু করেন।

বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরের ৪ থেকে ১৮ নম্বর আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক নিতে সকাল থেকে প্রার্থীরা ঢাকা বিভাগীয় কমিশনে হাজির হচ্ছেন।

মহানগরের ১৫টি আসনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে আছে আওয়ামী লীগ (নৌকা), জাতীয় পার্টি (লাঙল), তৃণমূল বিএনপি (সোনালী আঁশ), বাংলাদেশ কল্যাণ পার্টি (হাতঘড়ি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি), ইসলামী ঐক্যজোট (মিনার), বাংলাদেশ কংগ্রেস (ডাব), ন্যাশনাল পিপলস পার্টি (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা), গণফ্রন্ট (মাছ), জাতীয় পার্টি-জেপি (বাইসাইকেল) ও জাসদ (মশাল)।

ঢাকা-৪ আসনে দলীয় প্রার্থী ৯ জন।

ঢাকা-৫-এ দলীয় প্রার্থী ১২ জন।

এ আসনের আওয়ামী লীগের প্রার্থী হারুনুর রশিদ মুন্না বলেন, ‘নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। এলাকার উন্নয়ন যা করার ছিল তা আগের সংসদ সদস্যরা করে গেছেন। যদি কিছু বাকি থাকে আমি তা সম্পূর্ণ করব।’

ঢাকা-৬-এ কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। এ আসনে আবু হামিদুর রেজা খান ভাসানী (ন্যাশনাল পিপলস পার্টি) আম, কাজী সিরাজুল ইসলাম (তৃণমুল বিএমপি) সোনালী আঁশ, সাঈদ খোকন (বাংলাদেশ আওয়ামী লীগ) নৌকা, আক্তার হোসেন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট) ছড়ি, আমিনুল ইসলাম সরকার (গণফ্রন্ট) মাছ, রবিউল আলম মজুমদার (ইসলামী ঐক্যজোট) মিনার, সৈয়দ নাজমুল হুদা (জাতীয় পার্টি, জেপি) বাইসাইকেল বরাদ্দ পেয়েছেন।

সাঈদ খোকন প্রতীক নিতে নিজেও আসেননি, প্রতিনিধিও পাঠাননি। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, সাঈদ খোকনের প্রতিনিধি যখন আসবেন তখন প্রতীক দিয়ে দেওয়া হবে।

ঢাকা-৭ আসনেও কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। এ আসনে নূর জাহান বেগম (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট) ছড়ি, আফসার আলী (বাংলাদেশ সুপ্রীম পার্টি) একতারা, সাইফুদ্দিন আহমেদ মিলন (জাতীয় পার্টি) লাঙল, সোলায়মান সেলিম (বাংলাদেশ আওয়ামী লীগ) নৌকা, মাসুদ পাশা (ন্যাশনাল পিপলস পার্টি) আম, হাজি মোহাম্মদ ইদ্রিস ব্যাপারি (জাসদ) মশাল পেয়েছেন।

আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান সেলিম নিজে আসেননি। প্রতিনিধি পাঠিয়ে প্রতীক বুঝে নিয়েছেন।

About Syed Enamul Huq

Leave a Reply