Sunday , 28 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নোয়াখালী প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন
--প্রেরিত ছবি

নোয়াখালী প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতের স্পর্শ পাওয়া নোয়াখালী প্রেসক্লাবে দীর্ঘ ৫১ বছর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। প্রেসক্লাবের মূল ভবনে বঙ্গবন্ধুর নিজ হাতে লাগানো ভিত্তি প্রস্তরের পাশে নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে এ প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন করেন।

এ সময় জেলা পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম বিপিএম (বার), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলম, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু সহ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাধারণ সদস্যগণ এবং জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।উদ্বোধনের পর পরই অতিথিদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এরপর প্রেসক্লাবের আধুনিকায়ন কাজ উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু।এ উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে আলোচনা সভা আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন

জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি খাইরুল আনম চৌধুরী সেলিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম, বীর মুক্তিযোদ্ধা ডা. এবিএম জাফর উল্যাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতের ষ্পর্ষ পাওয়া নোয়াখালী প্রেসক্লাবে দীর্ঘ ৫১ বছর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন আমাদের সবার জন্য গৌরব ও অহংকারের বিষয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে ঐতিহ্যাবহী নোয়াখালী প্রেসক্লাবের সদস্যগণ নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবেন বলে আমাদের বিশ্বাস। উল্লেখ্য, ১৯৭২ সালের ২৩ জুন তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে নোয়াখালী প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা থাকাকালে পিতার স্মৃতিধন্য এ প্রেসক্লাব পরিদর্শন করেন।

About Syed Enamul Huq

Leave a Reply