Monday , 29 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বান্দরবান সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ আটক ১

বান্দরবান সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ আটক ১

বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ (মাদক) ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুর আড়াই  টায় থানচি উপজেলার ৩ নং থানচি সদর ইউপি, ২নং ওয়ার্ড, “থানচি ব্রিজ সংলগ্ন মাইক্রো স্টেন  এলাকা হতে ৩ কেজি ৭০০ গ্রাম আফিমসহ আটক করা হয় তাকে।

আটকৃত ব্যাক্তি হলেন লেংরাও ম্রো। (১৯) পিতাঃ রেংথোন ম্রো।
গ্রামঃ রেংবো পাড়া। ১-নং ওয়ার্ড,২নংতিন্দু ইউপি, থানচি, বান্দরবানের বাসিন্দা।
বিজিবি সুত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে   বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধীনস্থ থানচি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ১নং ওয়ার্ড, থানচি বাজার সংলগ্ন থানচি মাইক্রোবাস স্ট্যান্ড বটগাছ তলা নামক স্থানে কতিপয় মাদক ব্যবসায়ী নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, পিএসসি, অধিনায়ক, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)’র  নির্দেশনায় মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাটালিয়ন সদর হতে বেলা ১২টায় বিজিবি এবং র‌্যাবের যৌথ টহল অভিযান অভিযান পরিচালনা করে  বর্ণিত স্থান হতে  দুপুর আড়াই টায় ১টি প্লাষ্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো ১১টি প্যাকেটে ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের আফিম যার আনুমানিক মুল্য  ৩ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের আফিমসহ মাদক  ব্যবসায়ী লেংরাও ম্রো (১৯), পিতা-রেংথোন ম্রো, মাতা-লং ইয়াম ম্রো, সাং-রেংবোপাড়া, ১নং ওয়ার্ড, ২নং তিন্দু ইউনিয়ন, থানা-থানচি, জেলা-বান্দরবানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, পিএসসি
অধিনায়ক বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) জানান অত্র এলাকায়  এ যাবৎ কালে মাদকের সবচেয়ে বড় চালান আটক করা হয় এটি এবং অত্র অঞ্চলে মাদক চোরাচালান নির্মূল/দমনে সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ অপারেশনাল ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য  থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।

থানচি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দীন আনোয়ার সত্যতা নিশ্চিত করেন। 

About Syed Enamul Huq

Leave a Reply