Sunday , 5 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মুসা (আ.)-এর ভাষায় আল্লাহর পরিচয়

মুসা (আ.)-এর ভাষায় আল্লাহর পরিচয়

ধর্ম ডেস্ক:

মুসা (আ.) আল্লাহর পরিচয় দিয়ে বলেন, ‘সে [মুসা (আ.)] বলল, আমাদের রব তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার আকৃতি দান করেছেন, অতঃপর পথনির্দেশ করেছেন।’ (সুরা : ত্বহা, আয়াত : ৫০)

তাফসির : আগের আয়াতে বলা হয়েছিল, ফেরাউন মুসা (আ.)-এর কাছে মহান আল্লাহ সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ প্রশ্ন করেছিল। সে বলেছিল, হে মুসা, তোমার রব কে? আলোচ্য আয়াতে মুসা (আ.) তাঁর রবের পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন, আমার রব আল্লাহ। তিনি সব কিছুর স্রষ্টা। তিনি সব কিছুকে অস্তিত্বে নিয়ে এসেছেন। এগুলোর ভেতর অনুভূতি তৈরি করেছেন এবং প্রত্যেক বস্তুকে নিজেদের কর্মকৌশল শিখিয়ে দিয়েছেন। তাফসিরবিদ আলোচ্য আয়াতের কয়েকটি ব্যাখ্যা করেছেন—

এক. তিনি প্রতিটি বস্তুর জোড়া সৃষ্টি করেছেন।

দুই. মানুষকে মানুষই বানাচ্ছেন, গাধাকে গাধা, ছাগলকে ছাগল।

তিন. তিনি প্রতিটি বস্তু সুনির্দিষ্ট আকৃতি দিয়েছেন।

চার. প্রতিটি সৃষ্টিকে সামঞ্জস্যপূর্ণ করে তৈরি করেছেন।

পাঁচ. প্রতিটি সৃষ্টিকে তার জন্য যা উপযোগী সে ধরনের সৃষ্টিরূপ দিয়েছেন। সুতরাং মানুষের জন্য গৃহপালিত জন্তুর কোনো সৃষ্টিরূপ দেননি। গৃহপালিত জন্তুকে কুকুরের কোনো অবস্থা দেননি। কুকুরকে ছাগলের বৈশিষ্ট্য দেননি। প্রতিটি বস্তুর তার অনুপাতে বিয়ে ও তার জন্য যা উপযুক্ত সেটার ব্যবস্থা করেছেন। সৃষ্টি, জীবিকা ও বিয়ে-শাদির ব্যাপারে কোনো কিছুকে অন্য কোনো কিছুর মতো করেননি।

ছয়. তিনি প্রতিটি বস্তুকে যেটা তার জন্য ভালো সেটার জ্ঞান দিয়েছেন। তারপর সে ভালো জিনিসটার দিকে কিভাবে যেতে হবে সেটা দেখিয়ে দিয়েছেন। 

সাত. আল্লাহ প্রতিটি বস্তুর তাকদির নির্ধারণ করেছেন, তারপর সেটাকে সে তাকদিরের দিকে চলার জন্য পথ দেখান। তিনি কার্যাবলি, আয়ু ও রিজিক লিখে নিয়েছেন। সে হিসেবে সব সৃষ্টিকুল চলছে। এর ব্যতিক্রম করার সুযোগ কারো নেই। এর থেকে বের হওয়াও কারো পক্ষে সম্ভব নয়। মুসা (আ.) বলেন, আমাদের রব তো তিনি, যিনি প্রতিটি সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তাকদির নির্ধারণ করেছেন এবং সৃষ্টিকুলকে তাঁর ইচ্ছা অনুসারে চালাচ্ছেন। (বিভিন্ন তাফসির গ্রন্থ অবলম্বনে)

গ্রন্থনা : মুফতি কাসেম শরীফ।

About Syed Enamul Huq

Leave a Reply