Tuesday , 19 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ব্রাহ্মণবাড়িয়া তিন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান

ব্রাহ্মণবাড়িয়া তিন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

দর্শক নন্দিত এশিয়ান টেলিভিশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এশিয়ান টিভির দর্শক ফোরামের উদ্যোগে জেলার তিনজন গুণী ব্যক্তিকে ৩ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার (১৮ জানুয়ারী) রাতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা মঞ্চে ৩ গুণী ব্যক্তি সম্মান ক্রেস্ট দেয়া হয়।এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান পারভেজ এর সঞ্চালনায় ও এশিয়ান টিভি দর্শক ফোরামের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আবু সাঈদ।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক লাভলু, জেলা সদর হাসপাতালের প্রাক্তন তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম খোকন, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানূর ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, কবি আবদুল মান্নান সরকার, জেলা নাগরিক ফোরামের সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান শাহীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতনকান্দি দত্ত, শিল্পীকলা একাডেমির সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল।সংবাদিকতায় জেলার শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হওয়ায় যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে নব-পদোন্নতি প্রাপ্ত (আরএমও) ডা. ফাইজুর রহমান ফয়েজ এবং সমাজসেবায় বেওয়ারিশ লাশ দাফনের জন্য বাতিঘর এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আজহার উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।আমন্ত্রিত অতিথিরা বলেন, সমাজে বিভিন্ন শ্রেণির মানুষ নানাভাবে সমাজের উন্নয়নে নিজেদের নিয়োজিত রাখছেন এবং তারা সমাজের উন্নয়নে অবদান রাখছেন। সেসব গুণী ব্যক্তিদের কর্মকে মূল্যায়ন করতে হয়। তাহলে তারা সমাজের উন্নয়নে নিজে নিয়োজিত রাখতে উৎসাহিত হয়ে থাকেন। যারা গুণি ব্যক্তিদের সম্মান করে তারা নিজেরাও অন্যদের কাছ থেকে সম্মান পেয়ে থাকেন। তিনজন সঠিক গুণী ব্যক্তিকে সম্মাননা দেয়া হয়েছে। অতিথিরা এশিয়ান টেলিভিশনের সকল কলাকৌশলের সফলতা কামনা করেছেন।সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান ও আবৃতি পরিবেশন করেন তিতাস আবৃত্তি সংগঠন, আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্র, সোনালী সকাল, বৈশাখী শিল্পী গোষ্ঠী, ব্রাহ্মণবাড়িয়া খেলাঘর, আনন্দলোক, জেলা নাগরিক ফোরাম, ঝিলমিল শিশু-কিশোর সংগঠন, অংকুর শিশু-কিশোর সংগঠন, সুর-তাল-লয় সংগঠনের শিশু ও আবৃত্তি শিল্পীরা।উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজতৈনিক সংগঠনের নেতৃবৃন্দ, ডাক্তার, সাংবাদিক, আইনজীবি, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং এশিয়ান টেলিভিশন দর্শক ফোরামের সভাপতি-সম্পাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply