Tuesday , 23 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মাদকের বিরুদ্ধে  জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ
--প্রেরিত ছবি

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ

অনলাইন ডেস্ক:

রাজবাড়িতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যারা মাদক ব্যবসা করছে তাদের গ্রেফতার করতে অভিযানে নেমেছে  গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকা মুলত একটি টুরিস্ট এরিয়া। কারণ এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি পতিতাদের বাসস্থান এখানে অবস্থিত। দেশের বিভিন্ন এলাকার মানুষ এখানে আসা-যাওয়া করে থাকে নিয়মিত।  তাই সহজাত ভাবেই নানা ধরনের অপরাধ মুলক কাজের সাথে জড়িত রয়েছে এরা। দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাকি দিয়ে যারা মাদক বিক্রি সহ নানা অপরাধের সাথে জড়িতদের গ্রেফতার করতে মাঠে নেমেছেন পুলিশ। বৃহস্পতিবার (১৮ই মে) অভিযানে নামে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি চৌকস টিম। এতে ছত্র ভঙ্গ করে দেওয়া হয় সারা গোয়ালন্দ উপজেলা মাদক বিক্রির সিন্ডিকেট।

এলাকাবাসী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এই আগ্রাসী ভুমিকা প্রসংশনীয়। তাতে আমরা খুশি।
এর আগে বিভিন্ন পত্রিকায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রচার করলে নড়েচরে বসে পুলিশ।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। গোয়ালন্দ ঘাট থানা থেকে মাদক নির্মুল করে ছাড়বো ইনশাআল্লাহ।

About Syed Enamul Huq

Leave a Reply