Saturday , 27 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
স্বাধীনতা দিবসে জুতা পায়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানালেন কুমারখালি ছাত্রলীগ সভাপতি জাহাংঙ্গীর

স্বাধীনতা দিবসে জুতা পায়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানালেন কুমারখালি ছাত্রলীগ সভাপতি জাহাংঙ্গীর

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া কুমারখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর  আলমের বিরুদ্ধে মহান স্বাধীনতা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ম্যুরালে জুতা পায়ে দিয়ে অসম্মান জানিয়ে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানোর অভিযোগ উঠেছে।২৬ মার্চ  শুক্রবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে  কুমারখালী উপজেলা ছাত্রলীগ  বঙ্গবন্ধুর ম্যুরাল ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানায়। এসময় ছাত্রলীগের প্রত্যেকটি নেতা এবং কর্মীরা খালি পায়ে ম্যুরালে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেও কুমারখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম জুতা পায়ে দিয়ে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসম্মান জানিয়ে জুতা পায়ে দিয়ে তার ম্যুরালের সামনে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এমনই একটি ছবি  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় । ফেসবুকে ছবি ভাইরাল হওয়ার পর থেকে  কুষ্টিয়া সহ বিভিন্ন জেলার ছাত্রলীগের নেতাকর্মীরা   এ বিষয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক কুমারখালী উপজেলা ছাত্রলীগের একজন কর্মী বলেন , ছাত্রলীগের নতুন কমিটিতে জাহাঙ্গীর আলম সভাপতিত্বে  আসার পর থেকে ছাত্রলীগের এক নিষ্ঠ কর্মীরা দল থেকে দিনে দিনে দূরে সরে যাচ্ছে । যারা ছাত্রলীগ সম্পর্কে কোন কিছু বোঝেই না তাদেরকে নিয়ে চলাফেরা করে  কুমারখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম । এ ছাড়াও কুমারখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম যদি ছাত্রলীগকে মনেপ্রাণে ভালোবাসতো তাহলে জুতা পায়ে দিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানিয়ে জাতির পিতাকে এভাবে অসম্মান করত না।  তাই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নিকট তদন্তপূর্বক সঠিক সিদ্ধান্তের দাবি জানিয়েছে ছাত্রলীগের নেতা ও কর্মীরা। এ বিষয়ে কুমারখালী  উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সাথে মুঠোফোনের মাধ্যমে সাক্ষাত করলে তিনি বলেন,আমি যতদুর পর্যন্ত জুতা পায়ে দিয়ে উঠেছে এটার পারমিশন আছে এবং  আমি জুতা পায়ে দিয়ে যেখানে দাঁড়িয়ে ছিলাম সেখানে ইউএনও, ওসি সহ সব প্রশাসনের কর্মকর্তারাই জুতা পায়ে দিয়ে থাকে। তাই আমিও যতদুর উঠেছি দোষের কিছু করিনাই।

About Syed Enamul Huq

Leave a Reply