Saturday , 4 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
১৩ জেলায় ব্যালট যাচ্ছে আজ, পরিবহনে কঠোর নিরাপত্তা
--প্রতীকী ছবি

১৩ জেলায় ব্যালট যাচ্ছে আজ, পরিবহনে কঠোর নিরাপত্তা

অনলাইন ডেস্কঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো শুরু হয়েছে আজ সোমবার। প্রথম পর্যায়ে ১৩টি জেলায় ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড পাঠানো হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য জেলায়ও পাঠানো হবে।

রাজধানীর গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস ও সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে ব্যালট পেপার কঠোর নিরাপত্তায় পরিবহন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে ট্রেজারিতে ডাবল লকে সংরক্ষণ করতে বলা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার গত ১৯ ডিসেম্বর থেকে ছাপাতে শুরু করে ইসি। ওইদিন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তারা ব্যালট পেপার ছাপার কাজ শেষ করতে চান।

এসব তথ্যের সঠিকতা যাচাই করে ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার বুঝে নিতে হবে।

About Syed Enamul Huq

Leave a Reply