Thursday , 12 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ নিরাপদে থাকে : আমু
--সংগৃহীত ছবি

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ নিরাপদে থাকে : আমু

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিদেশি বন্ধুরা হয়তো ভুলে গেছেন বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা। তখন হিন্দু ধর্মাবলম্বী ও বিরোধী দলের নেতাকর্মীর ওপর নির্মম নির্যাতন হয়েছিল। তখন বিদেশি বন্ধুরা এর প্রতিবাদ জানিয়েছিলেন।

আজ বুধবার দুপুরে ঝালকাঠির মদন মোহন আখড়াবাড়ি মন্দির চত্বরে জন্মাষ্টমীর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ নিরাপদে থাকে।

মদন মোহন আখড়াবাড়ি মন্দিরের সভাপতি তপন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক অসীম কুমার সাহা ও সাধারণ সম্পাদক তরুন কর্মকার। অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

About Syed Enamul Huq

Leave a Reply