Monday , 29 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

মোহনগঞ্জ পাইলট স্কুলের সাবেক রাস্তাটি দখলমুক্ত করা প্রয়োজন

মোহনগঞ্জ ( নেত্রকোণা ) সংবাদদাতা। নেত্রকোণা জেলার মোহনগঞ্জ পাইলট স্কুলের গেইট হতে নদীর পাড় হয়ে হোটেল পট্রী পর্যন্ত রাস্তাটি  বেদখল হওয়ায় ছাত্র-ছাত্রীসহ  সাধারন পথচারীর চলাচলে অসুবিধা হচ্ছে। আজ ( ৬ মার্চ)  শনিবার সরেজমিনে রাস্তাটি ঘুরে দেখা গেছে রাস্তার উপর ঘর, গরুসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষ রেখে রাস্তাটি অপ্রশস্ত হয়ে পড়েছে। রাস্তার মাঝখানে ১ টি টিউওবেল রয়েছে। ফলে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারে না। রাস্তাটি পরিত্যাক্ত বলা চলে। উক্ত রাস্তাটি  ২ টি দরপত্রে  মোহনগঞ্জ পৌরসভা ২৫ লক্ষ টাকা ব্যয় করে পাকা করণ করা হয়। পাইলট সরকারি- উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় মিলে ১ হাজার ছাত্র-ছাত্রী রয়েছে। স্কুলের সম্মুখের রাস্তাটিতে সব সময় যানজট থাকে।  ছাত্রছাত্রীদের চলাচলের সুবিধার্থে সাবেক রাস্তাটি দখল মুক্ত করে  স্কু্লের কোমলমতি শিক্ষার্থীদের  চলাচলের  সুবিধার্থে জরুরী ভিত্তিতে রাস্তাটি উন্নয়ন করা প্রয়োজন।

About Syed Enamul Huq

Leave a Reply